ত্রিপুরার রাজা শ্রীযুক্ত মহারাজ রাধা কিশোর মাণিক্য বাহাদুর ষোড়শ শতাব্দীতে কুমিল্লার জগন্নাথ মন্দির নির্মাণ করেন। সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের আওতাধীন জগন্নাথ মন্দিরটি সপ্তরত্ন মন্দির হিসাবে পরিচিত। এটি কুমিল্লা শহর থেকে ৫ কিঃমিঃ পুর্বে কুমিল্লা-বিবির বাজার স্থল বন্দর সড়কে অবস্থিত।
হিন্দু সম্প্রদায়ের একটি তীর্থ স্থানহওয়ার কারণে এখানে প্রতি বছর বিভিন্ন পূজা-পার্বণে বিপুল পরিমাণ হিন্দু ধর্মীয় ধর্মপ্রাণ ব্যক্তিবর্গের আগমন ঘটে থাকে। এছাড়া স্থানীয় জনসাধারণের জন্য মন্দিরটি একটি বিশেষ পরিদর্শন স্থান হিসেবে বিবেচিত হয়ে থাকে।
যোগাযোগ
কুমিল্লা শহর থেকে জগন্নাথ মন্দিরে নিয়মিতভাবে সিএনজি চালিত অটোরিক্সা যাতায়াত করে থাকে, এতে সময় লাগে প্রায় কুড়ি মিনিট। এছাড়া কুমিল্লা শহর থেকে এখানে রিক্সাতেও যাওয়া যায়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS