শাহ্ সুজা মসজিদ
ইতিহাস
মোগল স্থাপত্যের অপূর্ব নিদর্শন কুমিল্লার ঐতিহ্যবাহী শাহ্ সুজা মসজিদ । ১৬৫৮ সালে এটি নির্মিত হয়। কুমিল্রার মোগলটুলি এলাকায় অবস্থিত পৌনে ৪শ বছরের প্রাচীণ এ মসজিদটি দেখতে প্রতিদিনই দর্শনার্থীদের ভিড় জমে। ইতিহাসবিদ শ্রী কৈলাশ চন্দ্র সিংহ তার রামমালা গ্রন্থে উল্লেখ করেন, “গোমতী নদীর তীরে কুমিল্লা নগরীর মোগলটুলীতে শাহ সুজা মসজিদ স্থাপত্যের একটি অনন্য নিদর্শন।”
সাদা মার্বেল পাথরে নির্মিত এ মসজিদ কুমিল্লার একটি অন্যতম পর্যটনস্থল।
যোগাযো্গ
শাহ সুজা মসজিদ কুমিল্লা শহরে অবস্থিত বিধায় শহরে যে কোন এলাকা থেকে এখানে সহজেই যাতায়াত করা যায়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS