কুমিল্লা জেলার মধ্যে স্বাভাবিকভাবেই আদর্শ সদর উপজেলায় সব চেয়ে বেশি ব্যবসা বানিজ্য হয়ে থাকে। ব্যবসা-বানিজ্যের মূল কেন্দ্র হিসেবেবিবেচিত হচ্ছে কুমিল্লা সিটি। এ সিটিতে কর্তমানে বৃহৎ কিছু শপিং সেন্টার গড়ে উঠেছে, এ সকল শপিং সেন্টারের মাধ্যমে প্রতিনিয়ত শহর এলাকার মানুষের ব্যবসা-বাণিজ্য প্রসারিত হচ্ছে। এছাড়া উপজেলার বিভিন্ন হাট বাজারের মাধ্যমে জনসাধারণের ব্যবসা-বাণিজ্য প্রসারিত হচ্ছে।
বর্তমানে শহর এলাকায় যে সকল শপিং মল রয়েছে তার মধ্যে অন্যতম হল ইস্টার্ন শপিং প্লাজা, সাত্তার খান কমপ্লেক্স, খন্দকার হক টাওয়ার, কুমিল্লা টাওয়ার, টাউন হল সুপার মার্কেট ইত্যাদি।
নিম্নে সদর উপজেলার উল্লেখযোগ্য হাট-বাজার এর নাম দেয়া হলঃ
ক্রমিক নং | কালীর বাজার ইউনিয়নের হাট-বাজারের নাম |
১. | কালীর বাজার |
২. | সৈয়দপুর বাজার |
৩. | কমলাপুর বাজার |
| |
ক্রমিক নং | পাচথুবী ইউনিয়নের হাট-বাজারের নাম |
১. | ডুমুরিয়াচান্দপুর বাজার |
২. | মাঝিগাছা বাজার |
| |
ক্রমিক নং | দুর্গাপুরউত্তর ইউনিয়নের হাট-বাজারের নাম |
১. | দূর্গাপুর দিঘীরপাড় বাজার |
২. | আলেখারচর বাজার |
৩. | বড়দৈল বাজার |
| |
ক্রমিক নং | আমড়াতলীইউনিয়নের হাট-বাজারের নাম |
১. | ভূবনঘর বাজার |
২. | রসুলপুর বাজার |
৩. | বানাশুয়া বাজার |
৪. | জনতা বাজার |
৫. | তৈলকুপি বাজার |
৬. | আমড়াতলী বাজার |
৭. | নন্দীর বাজার |
| |
ক্রমিক নং | জগন্নাথপুর ইউনিয়নের হাট-বাজারের নাম |
১. | বাজগড্ডা বাজার |
২. | বালুতুপা বাজার |
৩. | ভুটুয়া বাজার |
৪. | বোয়ারা বাজার |
৫. | বিবির বাজার |
| |
ক্রমিক নং | দুর্গাপুর দক্ষিণ ইউনিয়নের হাট-বাজারের নাম |
দুর্গাপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদে কোন হাট-বাজার নেই। |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS